সকল মেনু

পিয়ন তিন মাসের বেতন খরচ করে কাঙ্গালি ভোজ করল

  শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মিলাদ মাহফিলও কাঙ্গালি ভোজের আয়োজন করেছেন খাজা আহম্মদ নামের এক স্কুল পিয়ন। তার উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুর ১২টায় গরীব ও দুঃস্থদের মাঝে বিরিয়ানী ও মিস্টি বিতরণ করা হয়। এব্যাপারে লোধেরগাঁ সরকারি প্রামিক বিদ্যালয়ের পিয়ন খাজা আহম্মদ জানানম,  ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধাশীল আমি। তার আদর্শ সব সময় লালন করি। তবে গরীব হওয়ায় পড়াশুনা বেশি দূর এগুতো পারিনি। মনে মনে ইচ্ছা পোষন করি যদি কখনো একটা চাকুরি করতে পারি তাহলে তাঁর মৃত্যুবার্ষিকিতে আমি কাঙ্গালি ভোজের আয়োজন করবো। এ করণে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিন মাসের বেতন খরচ করে এ কাঙ্গালি ভোজের আয়োজন করেছি। প্রতি বছর তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করবো। লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম ফারুকী,  স্কুলের অভিভাবক কমিটির সভাপতি ডা: আলী আকবর পাঠান, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, তার এমন মহৎ কাজের জন্যে তাকে সাধুবাদ জানাই। কাঙ্গালি ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তবারুক বিতরণ করেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান দেলু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক  স্বপন কুমার আচার্য্য, আনোয়ার হোসেন, মো. নাছির উদ্দিন, কামরুন্নাহার, নিগার তাহমিনা, উম্মে হাবিবা খুকি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বেপারী, ছাত্র নেতা মিরাজ পাটওয়ারী, মানিক হাওলাদার, নাছির উদ্দিন রনি, নাছির আল ইমরানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top