সকল মেনু

গাজায় হামলার প্রতিবাদে ২০ দলের কালো পতাকা মিছিল

 নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনিতে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট। শনিবার বিকেল ৩ টায় কর্মসূচি শুরু করার কথা থাকলেও শেষ পর্যন্ত পৌনে ৪ টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মালিবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টন এসে শেষ হয়।  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, সালাহ উদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল, প্রমূখ। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ২০ দলের জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, এনডিপির গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমূখ।  এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল। সমাবেশে মির্জা আলমগীর অবিলম্বে ফিলিস্তিনিতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানান। তিনি বলেন, ‘আজকের কর্মসূচির মাধ্যমে গাজায় হামলা বন্ধের দাবি জানাচ্ছি।’ মির্জা আলমগীর গাজায় ইসারায়েলের হামলার প্রতিবাদে জাতিসংঘসহ বিশ্বের সব গণতান্ত্রিক দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনির অধিকৃত জায়গা ছেড়ে দিয়ে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনির নিগৃহীত মানুষের পাশে রয়েছে।’ ফিলিস্তিন তাদের সংগ্রামে জয়ী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top