সকল মেনু

ওবায়দুল গনি চন্দন আর নেই

 নিজস্ব প্রতিবেদক : দৈনিক মানবকণ্ঠ  পত্রিকার ফিচার সম্পাদক, শিশুসাহিত্যিক ও ছড়াকার ওবায়দুল গনি চন্দন (৪৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বেলা ১১টায় হাসপাতালে তার মৃত্যু হয়। মানবকণ্ঠ-এর প্রধান প্রতিবেদক সোহেল হায়দার চৌধুরী জানান, চন্দন সকালে কলাবাগানে এক বন্ধুর বাসায় যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওবায়দুল গনি চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা এস এ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক। তাদের একটি ছেলে রয়েছে। রুবিনা জানান, বেশ কিছুদিন ধরে চন্দন শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েক মাস আগে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। একটু সুস্থ হয়ে ফিরে আসার কয়েক দিন বাদে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। ওবায়দুল গনি এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বাংলাভিশন, বৈশাখী টেলিভিশনে কাজ করেন। তিনি রম্য সাময়িকী কার্টুন এ এক সময় কাজ করতেন। কিশোর তারকালোকেও কাজ করেছেন এই ছড়াকার। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কান নিয়েছে চিলে, আমার মানুষ গান করে, থাকছি ঢাকায় সবাই ফাইন চারশো বছর চারশো, আঙুল ফুটে বটগাছ, লেবেন ডিশের লেবেনচুষ, ভ্যাবলা ছেলে ক্যাবলাকান্ত, সবুজ সবুজ মনটা অবুঝ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top