সকল মেনু

এটা কি সচিবালয় না পার্টি কার্যালয়?

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: সচিবালয়ের মধ্যে বিলবোর্ড, ব্যানার পোস্টার ও ফেস্টুনের আধিক্য দেখে ক্ষোভ প্রকাশ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা কি সচিবালয় না পার্টি কার্যালয়? বৃহস্পতিবার বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সচিবালয় কর্মকর্তারা আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, ‘সচিবালয়ের মধ্যে বিলবোর্ড, ব্যানার পোস্টারে ভরে গেছে। ১৫ আগস্ট উপলক্ষ্যে সৌজন্যে নাম দিয়ে এ পোস্টার ব্যানার ও ফেস্টুন করেছেন। এসব দেখে প্রশ্ন আসছে এটা কি সচিবালয় নাকি পার্টি কার্যালয়?’ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি দিয়ে যারা সৌজন্য পোস্টার করেছেন তাতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর চেয়ে তাদের ছবির আকার বড়। এর মাধ্যমে কি বঙ্গবন্ধুকে সম্মান করা হচ্ছে নাকি অসম্মান করা হচ্ছে। এটা তাদের বঙ্গবন্ধুর নামে আত্মপরিচয়ের লাভের উপলক্ষ। এভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করার নামে তাকে তাচ্ছিল্য করা হচ্ছে।’

যারা বঙ্গবন্ধুর নামে নিজের প্রচার করছে তারা হাইব্রিড নেতা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘এ ধরনের আতি নেতা,পাতি নেতা, সিকি নেতাদের দেশে বাম্পার ফলন। আপনারা এ‍গুলো বাদ দ্যান। বঙ্গবন্ধুর সঠিক আর্দশ পালন করুন দেশের জন্য কাজ করুন।’

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top