সকল মেনু

ভুল করে ২০০ রোগীকে মৃত ঘোষণা!

 ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভুল করে ২০০ রোগীকে মৃত ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নের অস্টিন হাসপাতালে এ ঘটনা ঘটেছে।   রোগীদের পারিবারিক চিকিৎসকদের কাছে ফ্যাক্সযোগে মৃত্যুর খবর পাঠানোর পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। রোগীদের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে হাসপাতালের চিকিৎসকরা তাদের ভুল বুঝতে পারেন। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। রোগীদের মৃত ঘোষণার বিষয়ে ভুল স্বীকার করে বৃহস্পতিবার ক্ষমা প্রার্থনা করেছে অস্টিন হাসপাতাল-কর্তৃপক্ষ। হাসপাতালের একজন অপারেটর জানান, অসাবধানতাবশত ফ্যাক্সযোগে একজন রোগীর পারিবারিক চিকিৎসকের কাছে হাসপাতাল থেকে ছাড়পত্র পাঠানোর সময় ভুল করে সব রোগীর ফ্যাক্সে মৃত্যুর চিঠি চলে যায়। এ ধরনের খবর প্রচার হলেও রোগীদের সেবায় তার কোনো প্রভাব পড়েনি। রুটিন অনুযায়ী চিকিৎসা পাচ্ছেন সব রোগী। অস্ট্রেলিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনা একদমই অপ্রত্যাশিত, যা ওই সব রোগীর পারিবারিক চিকিৎসকদের উদ্বিগ্ন করেছে। তবে অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় একজন আইনপ্রণেতা দাবি করেছেন, এ ঘটনা স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত চাপে কাজ করারই লক্ষণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top