সকল মেনু

ইমরান খানের মৃত্যুর গুজব

 ডেস্ক রিপোর্ট : গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান—এমন দুঃসংবাদ পাকিস্তানসহ গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ল ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে। হঠাৎ এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে এই কিংবদন্তি তারকার শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা। স্বাভাবিকভাবেই ভেঙে পড়তে শুরু করেন অনেকেই।  খবর যাচাই করতে খোঁজ নেওয়া শুরু হয়। সার্চ চলে গুগলসহ নানা মাধ্যমে। জানা যায়, সবই গুজব। সুস্থ শরীরেই বেঁচে আছেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন উদ্বিগ্নরা। প্রসঙ্গত, ১৯৭১ সালে ১৯ বছর বয়সে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইমরানের। ১৯৮২ সালে ৩০ বছর বয়সে পাকিস্তানের অধিনায়কত্ব পান তিনি। তার নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ জেতে পাকিস্তান। টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে ৩৮০৭ রান ও ৩৬২টি উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top