সকল মেনু

গাজায় নারী ও শিশু হত্যার ঘটনায় চুপ করে বসে থাকা যায় না- প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্ববিবেক কীভাবে চুপ করে আছে!’  তিনি বলেন, ‘নারী ও শিশু হত্যার ঘটনায় চুপ করে বসে থাকা যায় না। এর প্রতিবাদ করতে হবে। আমরাও এ ধরনের হামলার শিকার হতে পারি। অতীতেও নারী ও শিশু হামলার শিকার হয়েছে।’ গাজা ইস্যুতে চুপ থাকায় পশ্চিমা সরকার ও দেশের মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করেন তিনি। শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে একটা মৃত্যু হলে কত কথা শুনতে হয়, কংগ্রেসম্যানের চিঠি আসে। এখন তো কিছু দেখি না। আমাদের এখানে মানবাধিকার সংগঠনগুলো কত কথা বলে, অনেকে পার্বত্য চট্টগ্রামে ছুটে যাচ্ছেন। তারা এখন নীরব কেন?’ প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

এ সময় সভায় উপস্থিত আওয়ামী লীগের নারীসংগঠনের নেতা-কর্মীদের এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top