সকল মেনু

“হজ্জ অধ্যাত্তিক এবাদত” পূর্ব প্রকাশের পর,

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ আল্লাহর ঘড় কাবা শরীফ নির্মানে কাজ শেষ হল, এখন অল্লাহ তায়ালা হয়: ইব্রাহীম ছা: কে ডাক দিয়া বলে বন্ধু ইব্রাহীম ছাঃ তুমি পক্ষ হইতে সারা বিশ্বে ঘোষনা করে দাও যাহাদের সামর্থ আছে তাহারা যেন আমার ঘড় তোয়াফ বা জেয়ারতকে, কিন্তু হয়রত অতিব-সম্মানের সঙ্গে উত্তর দেয় এ অঞ্চল হাজার মাইল খাঁ খাঁ মরুভূমী জনবশত ধৈত্য দানব কিছুই নাই, আমি আর আমার শিশু পুত্র ইসমাইল। আমার কণ্ঠস্বর কি অতদূর লোকালয় পৌছিবে। কে শুনিবে আমার কথা। আল্লাহ তায়ালা গম্ভির শুরে উত্তর দেয় বন্ধু ইব্রাহিম এ দায়িত্ব আমার। তাই ঐতিহাসিকগণ লিখিয়াছে হযরত ইব্রাহিম ছা: কণ্ঠস্বর ঐদিন বিশ্বের উত্তর মেরু ও দক্ষিণ মেরু এবং উপর আসমান বয়তুল মামুরের  উর্দ্ধে পর্যন্ত পৌছিয়াছিল।

বিছমিল্লাহির রাহমানির রহিম,
“অয়া অর্জ্জেন ফিন্নাছে বিল হজ্জ” কোরআন মজিদের পারা-১৪, আয়াত নং-২৮, পৃষ্ঠা-৫৩৩,
অনুবাদ=বন্ধু ইব্রাহীম তুমি আমার পক্ষ হইতে বিশ্বের সমস্ত মানুষের মধ্যে ঘোষণা করিয়া দাও যাহাদের সামর্থ আছে তারা যেন আমার বড় জেয়ারতে  আসে। প্রথমে বিস্তারিত উল্লেখ করিয়াছে। মূহুর্তের মধ্যে বিশ্বের এক প্রান্তে খবর পৌছিয়া দিতেছে। সবে মেরাজ ভ্রমনে বোরখ ও কফ এর ব্যাখা করিয়া চন্দ্র অভিজান সফল করিয়াছে। নতুন নতুন গ্রহ উপগ্রহ অবিষ্কার করে বিশ্ব বিবেক কে চমকিত ও আশ্চর্য্য করিয়া তুলিয়াছে। এ্যাপোলো-১১ ছোট্র যানটি ভিতরে ঢোকায় সময় ছিল কঠিন অবস্থার: সূত্র: সাপ্তাহিক প্যানেরমা, ১৯৬৯ ইং, প্রকাশক: আলহাজ্ব ফজলার রহমান। অথচ সকল বিজ্ঞান কোরান হইতে অবিস্কার হইয়াছে। ইতি পুর্বে আমি উল্লেখ করিয়াছি যে কাবা ঘড়ের পাশে ১০ টা পূন্ন স্থান আছে এবং উহাদের সংক্ষিপ্ত জীবনী করিয়াছে। কাবা ঘড়ের নির্মানের পূর্ব জম জম নহর আল্লাহ পাক শিশু পুত্র ইসমাইল ছাঃ জীবন ধারন করিবার জন্য দান করিয়াছেন। কারন হযরত ইব্রাহীম ছাঃ জেরুজালেম যাবার পথে ঐ স্থানে যাবার পথে পুত্র ইসমাইল ছাঃ প্রস্তুতি জননী মা হাজরা কে সামান্য কিছু খাদ্য পথ্য সঙ্গে দিয়া জনমানব জন্য খাঁ খাঁ মরুভূমি নির্জ্জন গহিন বন জঙ্গল নিষ্টুর পাথর আর পাথর এই স্থানে নিরবাশন দিযা হযরত ইব্রাহীম ছা: বিবি শারা সহ জেরুজালেম চলিয়া যান। কয়েক দিনের মধ্যে বিবি হাজরাত ও শিশু পুত্র ইসমাইলের খাদ্য সংকট দেখা দিয়ে আবে জম জম এর স্থানে শিশু ইসমাইল কে  সোয়াইয়া রখিয়া মা: হাজরা খাদ্যের অনুসন্ধান চায়িা যান। নিকট ২টা ছোট্র পাহাড় নাম-ছাফা ও মারোয়া উহার উচ্চ সূঙ্গে উঠিয়া ৭ বার ছোটা ছুটি করিয়াছেন। কোখাও কোন লোকলয় জনবসতি খাদ্য পথ্য আছে কি না । কিন্তু কোথাও খাদ্য পত্য পাওয়া গেল না। এদিকে শিশু পুত্রের জীবন মরনাপণ্য ওষ্টাগত। কঠিন রৌদ্রতাপ ইসমাইল ছাঃ জীবন যার যার অবস্থা । তাই মাঃ হাজরা মারোয়া পাহারের উচ্চ সূঙ্গে উঠিয়া মিশরের আকাশের দিকে  মুখ করিয়া বুক ফাটা কান্না পিতা মোর মিশর সম্রাট জননী মোর মিশর সম্রাজ্ঞী যাহার গোযাইনে হাজার হাজার প্রজা সাধারনের খাদ্য মজুদ, তাহারই কন্যা রাজকুমারী বিবি মোর মিশর সম্রাজ্ঞী যাহার খাদ্য গোডাইনে হাজার হাজার প্রজা সাধারনের খদ্য মজুদ তাহারই কণ্যা রাজকুমারী বিবি হাজরা সদ্যজাত প্রতুতি জননীএক বিন্দু খাদ্যের জন্য আমার শিশু পুত্র জীবন ওষ্টগত। তাই বিবি হাজরা বলেন হে খোদা রহিম ও রহমান আমার শিশু পুত্রের জন্য আসমনা হইতে দাও কিছু প্রতিদান। তুমি রহিম ও রহমান কিন্তু তিনি কোথাও কিছু না পাইয়া ফেরার পথে ওয়াদিহা: নামন স্তানে পায়ের উপর ভর করিয়া শিশু পুত্র ইসমাইল আ: জীবন আছে কি না কিন্তু পুত্র হাত, পা, নরাচরা করে না মৃত্যু প্রায় তাই তারা তারী ছুটিয়া ছেলের কছে পৌছিয়া দেখেন যে, ছেলের কোমল পা টএর ঘর্শনে ৩০ ফুট পাথর ফাটিয়া পানি ফিনকি দিয়া উপরে উঠিয়া পরীয়া যাহাতেছে। কিন্তু শিশুর মুখে খাদ্য পানি না দিয়া ২ হাত তলিয়া আল্লার্হ কাছে কাঁদছে হে আল্লাহ তুমি রহিম ও রহমান যুগে যুগে পৃথিবীর এক প্রান্ত হইতে ছুটে আসবে লাখ লাখ দর্শনাথী পান করিয়া পানি  , তাহাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়া সুস্থ্য কাখিও তাদের জীবন। “এল পাশানের বক্ষছেদে নিরঝড় মম করুনারী বাড়ী ধারা আবে জম জম বদলাতে তার চাহিবে মা রোম মত পাপীদের ত্রাণ খাতুনে  জান্নাত হাজরা জননী মিশর দুলালী রাজ নন্দনী খুলছে দার আবে জাম জম মিনতে দিে কোরবানী মা-হাজরা জননী মা-হাজরা জননী” পানি বিশেষজ্ঞ বিজ্ঞানীরা জম জম এর পনি পরীক্ষা করিয়া বলিয়াছে এ  পানিতে প্রচুর জীবনী শক্তি রহিয়াছে যার ফলে কঠিন ব্যধী হইতে মানুষ অরগ্য ভাল করে। ৪ হাজার বছর পূর্বে বিশ্বজুরে সংবাদ ছড়িয়ে পরিয়াছে যে, মক্কার মরুভূমির এক মহিলার কূপ আছে তাহার পানি দ্বারা কঠিন রোগাক্রান্ত ব্যাকি পানি পান করিলে লাভ করে। কিন্তু ঐ মহিলা পানির পূল্য গ্রহন করে না। শুধু মাত্র থাকার জায়গার ভার নিত। ঐ ঘটনার বহু ধনিক বণিন উঠ, পশু পাক্ষীদের পানি পান করত মশক ভর্তি করিয়া পানি মরুভূমিতে লইয়া যাইত। এখন জম জম এর পানি বিক্রয় হয় না। সকালে ১ গ্লাস পানি পান করিলে বেলা দুপুর পর্যন্ত আর ক্ষীদা লাগে না। বিশ্বে নদী-নালা, সাগর, মহাসাগর, খাল-বিল, কুপ ইন্দারা রহিয়াছে। তদপেক্ষা আবে জম জম সর্ব উচ্চ জীবনী শক্তি আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ। “আজকি বুঝি কাবার পথে- ভির জমিয়াছে প্রভাত হতে ছুটছে মানুষ লাখে লাখে কাবার ঘড়ে সেজদা দিতে। আজকি বুঝি পাপী তাপী সব গোনাগার নিল মাফী। কলবে নিবি করার ছবি কেয়ামতে কবিবি দাবী আজকি ঝুঝি কবার পাথে ভির জামিয়াছেন প্রভাত হতে। জারি উল্যার দোস্ত যাহার তাদের চরনাখাতে আবে জম জম প্রবাহিত হল হৃদয়ের মক্কাতে ইব্রাহিম এর নাম শুনিয়াছি ইসলামইল এর ত্যাগ আল্লাহকে পাবে মনে করে কেরবানী দেয় গরু ছাল, আল্লাহর নামে ধর্মের নামে মানব জাতির লাগী আপন পুত্রেকে কোরবানী দিয়াছে, কে আছে হেন অনুরাগী। “নিঝুম নিরালয়ে হেরেমতে বসে ডাক আল্লাহরে প্রেম-যায়ের মহা সান্নিধ্যের নাম হজ্জ করুনা ময়ের করুনারী ছবি জেয়ারত করার নাম হজ্জ বান্দা একবার আধ্যাতিক দৃষ্টিতে করার দিকে তাকায় হইতে যত পাপ-ঝড়ে সাধ্য নাই কোন বান্দার অত পান করে। এক বার তোয়াফ করিলে ১২০ রহমত আল্লাহ দান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top