সকল মেনু

হাতিরঝিলে বন্দুকযুদ্ধে যুবক নিহত

 নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর বছর বলে পুলিশ বলছে। পুলিশের দাবি, নিহত ওই যুবক একজন সন্ত্রাসী ছিলেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ভোরে ডিবি পুলিশ হাতিরঝিলের রমনা অংশে দ্রুতগামী দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেল দুটির আরোহীরা না থেমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ পড়ে যায়। এ সময় অন্য আরোহী পালিয়ে যায়।

গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও ৪৭ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় দুর্বৃত্তদের ব্যবহার করা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top