সকল মেনু

শাহজাদপুরের কাছাবাড়িতে ঘটাকরে রবীন্দ্র জন্মজয়ন্তি পালন

 সিরাজগঞ্জ প্রতিনিধি:  ২২ শে শ্রাবন কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের প্রয়ান দিবস। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতিবিজরিত কাছারি বাড়িতে রবীন্দ্র প্রয়ান দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বা স্থানীয় ভাবে আয়োজন করা হয়নি কোন অনুষ্ঠান। ১৮৯০ থেকে ১৮৯৭ এই ৮ বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর  শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য এখানে আসতেন এবং সাময়িক ভাবে বসবাসও করতেন। আর এই কাছারী বাড়ীতে বসেই তিনি রচনা করেছেন কবিতা, প্রবন্ধ, ছোটগল্প নাটক সহ অনেক সাহিত্যকর্ম। পরবর্তিতে প্রতœতত্ত্ব বিভাগের অধিনে ১৯৯২ সালে কাছারীবাড়ীটি বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি জাদুঘর হিসেবে রুপান্তর করা হয়। র্নিমান করা হয় একটি অডিটোরিয়াম। প্রতিবছর রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মবাষির্কী পালন উপলক্ষে তিন দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। কিন্তু রবীন্দ্র নাথ ঠাকুরের প্রয়ান দিবসে ২২ শ্রাবন উপলক্ষে এই কাছারিবাড়িতে কোন অনুষ্ঠান মালার আয়োজন করা হয় না। এই দিন কাছারিবাড়িতে আসা দর্শনার্থিরা বুঝতেই পারেন যে আজ কবিগুরুর প্রয়ান দিবস। এ বিষয়ে শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মর্তা শামিম আহমেদ জানান রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে সরকারি ভাবে যেমন নির্দেশনা দেয়া থাকে কিন্তু প্রয়ান দিবসে এই ধরনের নির্দেশনা না থাকায় কাছারি বাড়িতে কোন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়নি। তবে যেহেতু শাহজাদপুর রবীন্দ্র নাথ ঠাকুরের পদচারনায় একসময় মুখরিত ছিলো সে কারনে প্রয়ান দিবসে কবির প্রতি শ্রদ্ধাজানাতে উপজেলা প্রশাসনেরে পক্ষ থেকে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন এ উপলক্ষে শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে পৃথক কর্মসচী পালন করা হচ্ছে। কবিগুরুর প্রয়ান দিবসে জেলা শহরের জেলা শিল্পকলা একাডেমী এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে নেয়া হয়নি কোন কর্মসুচী। এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন পবলু জানান রবীন্দ্র নাথের প্রয়ান দিবসটা এইভাবে পালন করা হয়না ,তার পরেও আমরা রবীন্দ্র পরিষদের সাথে  সম্মিলিত ভাবে প্রয়ান দিবসের অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর হয়নি। সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক নাট্য ব্যক্তিত্ব মোমিন বাবুকে প্রশ্ন করা হয়েছিল কেন সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে রবীন্দ্র প্রয়ান দিবসের কোন অনুষ্ঠান আয়োজন করা হয়নি জবাবে তিনি বলেন এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে হবে জোটের এই রকম কোন বাধ্যবাধকতা নেই। তিনি আরও বলেন সাংগঠনিক দুর্বলতার কারনেই জোটের পক্ষ থেকে অনুষ্ঠান মালা আয়োজন করা সম্ভব হচ্ছে না।
তবে শহীদ এম, মুনসুর আলী অডিটরিয়ামে জেলা রবীন্দ্র পরিষদের ব্যানারে প্রয়ান দিবসের একটি অনুষ্ঠান করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top