সকল মেনু

নেত্রকোনায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

 পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি: অ্যাসিড মামলায় সতিন ও তার ছেলেসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা আদালত। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন। জেলার সদর উপজেলার বাঘড়া গ্রামের এসিড হাজেরা খাতুনের সতিন আবদুল ওয়াদুদের প্রথম স্ত্রী রেজিয়া (৫০) তার ছেলে আবদুল বারেক (২৫) এবং একই গ্রামের হাসজত আলীর ছেলে সিদ্দিক (৫০) দন্ডিত হয়েছে। এদের মধ্যে সিদ্দিক এখনও পলাতক আছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর পারিবারিক কলহের জের ধরে রেজিয়া তার ছেলে, বারেক তার বন্ধু সিদ্দিককে সঙ্গে নিয়ে হাজেরা খাতুনকে অ্যাসিডে ঝলসে দেয়। এতে হাজেরার চোখ নস্ট হয়ে যায়।

ঘটনার পরদিন এই ঘটনায় একই উপজেলার ঝাউশী গ্রামের হাজেরার বোন সাহেরা খাতুন বাদী হয়ে উক্ত তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

একই সালের ১৪ ডিসেম্বর তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে ৭ বছর ২মাস ২৫দিন পর আজ মঙ্গলবার এ মামলার রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাজহারুল হক।

আদালত সুত্র হটনিউজটোয়েন্টিফোর এর কাছে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top