সকল মেনু

রোনালদো-মেসি নয় অনুসরণীয় থমাস মুলার

 ক্রীড়া ডেস্ক : ২০১০ বিশ্বকাপের পর ২০১৪ বিশ্বকাপেও পাঁচ গোল করার কৃতিত্ব দেখান জার্মান দলের খেলোয়াড় থমাস মুলার। মেসিদের হারিয়ে জিতে নেন বিশ্বকাপ। তবে অবাক করা হলেও সত্য দারুণ পারফরম্যান্স করা সত্ত্বেও গোল্ডেন বল জিততে পারেননি তিনি। তাকে হটিয়ে গোল্ডেন বল জিতে নেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ফ্রান্সের সাবেক তারকা খেলোয়াড় থিয়েরি অঁরি জানিয়েছেন ক্ষুদে ফুটবলারদের মেসি-রোনালদো নয়, মুলার-রিবেরিকে অনুসরণ করা উচিত। মুলার যে ফুটবল খেলে সেটা আধুনিক ফুটবল। আর মেসি-রোনালদো খেলে উদ্ভট ফুটবল। অঁরি বলেন, ‘উদ্ভট ফুটবল খেলা থেকে বেরিয়ে আসা উচিত। মুলার যে মাপের ফুটবল খেলে সেটাই আধুনিক ফুটবল। আমার যদি এখন একটি ছেলে থাকত যে ফুটবল খেলে, তাহলে আমি তাকে মেসি-রোনালদো নয় মুলার-রিবেরিকে অনুসরণ করতে বলতাম। মেসি-রোনালদো উদ্ভট প্রকৃতির ফুটবল খেলে। এদের অনুসরণ করার চেষ্টা করো না। তোমরা রিবেরিকে অনুসরণ করতে পার। করতে পার মুলারকেও।’

তিনি আরো বলেন, ‘মুলার বিশ্বকাপে যে পারফরম্যান্স করেছে সেটা নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু তার পারফরম্যান্স নিয়ে মানুষের কথা বলা উচিত। সে সঠিক খেলাটি খেলেছে। সে যেমন রক্ষণভাগের দায়িত্ব পালন করেছে তেমনি আক্রমণভাগেও। যখন বলকে নিয়ন্ত্রণ করার দরকার ছিল তখন সে নিয়ন্ত্রণও করেছে। যখন ফিনিশিংয়ের কাজ দরকার হয়েছে তখন সে একজন ফিনিশারের কাজ করেছে। সে কখনো উদ্ভট খেলা খেলেনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top