সকল মেনু

এই মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত থাকতে পারিনি- সমাজকল্যাণ মন্ত্রী

                                                              
  মৌলভীবাজার প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, মন্ত্রী সভার বৈঠকে সোমবার জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন পেয়েছে আমার দুর্ভাগ্য এই মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত থাকতে পারিনি। আমি সেখানে উপস্থিত থাকলে সংবাদ পরিবেশনের সময় যারা অপসাংবাদিকতা ও স্বেচ্চাচারিতা করে তাদের গলাটিপে ধরার জন্য কঠিন নীতিমালা প্রণয়ন করার প্রস্তাব করতাম। মাদ্রাসা শিক্ষাকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার জন্য অচিরেই আইনপাশ করা হবে। কারণ কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার মান খুবই নি¤œ মানের। মাদ্রাসায় পড়া-লেখা করে উচ্চ শিক্ষা গ্রহণ করেও রাষ্ট্রপতির নামের ইংরেজি শুদ্ধ ভাবে লিখতে পারে না। মন্ত্রী সোমবার রাত সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুণঃমিলনী ও নৈশভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। সৈয়দ মহসীন আলী বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সাড়ে ৪ লাখ ভিক্ষুককে পুণঃবাসন করা হয়েছে। রাজধানী ঢাকার বিশেষ কিছু এলাকায় অভিযান চালিয়ে ভিক্ষুকদের বিচরণ এবং অবস্থান বন্ধ করার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে সারা দেশে ভিক্ষাবৃত্তি বন্ধ করার উদ্যোগ নেয়া হবে। প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, আবদুল হামিদ মাহবুব, রাধাপদ দেব সজল, রজতকান্তি গোস্বামী, সৈয়দা সানজিদা আলী প্রমূখ। এ সময় প্রেসক্লাবের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top