সকল মেনু

দুর্গাপুরে বিএনপি‘র কাউন্সিলের বিরুদ্ধে অপর অংশের সংবাদ সম্মেলন

 দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে গত ২ আগস্ট দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল জেলা পরিষদ অডিটরিয়াম এ হওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিকভাবে ১ আগষ্ট রাতে ছাত্রলীগ এই কাউন্সিলের বিরুদ্ধে দুর্গাপুর সদরে মিছিল করে  বিএনপি অফিস ভাঙচুর করে। এতে সদরে বিএনপির কাউন্সিল পন্ড হয়ে যায়। পরবর্তীতে একই দিনে উপজেলার ঝান্জাইল উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরই প্রতিবাদে বিএনপির অপর অংশ সোমবার দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানায়। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ উলে¬খ করেন সম্মেলনের পূর্ব রাতে আওয়ামীলীগ ও বিএনপির একটি অংশ বিএনপি অফিসে ভাঙচুর করে সাজানো নাটকের মাধ্যমে সম্মেলন পন্ড করে দেয়। তারপর  একই দিনে দুর্গাপুর সদর থেকে উপজেলার ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন হবে বলে বেলা ১২টায় জেলা আহবায়ক মোবাইল ফোনে উপজেলা ও পৌর নেতৃবৃন্দকে জানায়। এতে অভিযোগকারী নেতৃবৃন্দ বলেন, বাতিল হওয়া সম্মেলন এক ঘন্টার মধ্যে কর্মী বাহিনী নিয়ে এতো দূরে কাউন্সিলে অংশ নেওয়া অসম্ভব। সুকৌশলে ঝানজাইলে সম্মেলনের নাটক করে বিশাল কর্মী বাহিনীকে বাদ দিয়ে সরকারী মদদপুষ্ট একটি কমিটি ঘোষিত হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনী। সংবাদ সম্মেলনে উলে¬খ করা হয় অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে সকল নেতাকর্মীদের নিয়ে গণতান্ত্রিক পন্থায় নতুন করে কাউন্সিল করার দাবী জানানো হয়। অন্যথায় এই কমিটির বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক উপজেলা সভাপতি ও প্রতিবাদ কমিটির আহবায়ক এম এ জিন্নাহ। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি সভাপতি মোঃ ইমাম হাসান আবুচান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, এস এম আব্দুল্লাহ আল মামুন মুকুল, পৌর বিএনপি সাবেক সভাপতি  মোঃ রৌশন আলী, কুল্লাগড়া ইউপি সাবেক সভাপতি আঃ রশিদ তালুকদার বাচ্চু, বিএনপি নেতা ফরিদ আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top