সকল মেনু

গাজায় ইসরায়েলের সাত ঘণ্টার অস্ত্রবিরতি; বিধ্বস্ত ভবনের সামনে বাবা ও ছেলে

 ডেস্ক রিপোর্ট : গাজা উপত্যকায় সোমবার সাত ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। স্থানীয় সময় সকাল ১০টা থেকে এ অস্ত্রবিরতি শুরু হবে বলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এটিকে সমর্থন করেন না। এদিকে, অস্ত্রবিরতির আগে সোমবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় অবরুদ্ধদের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে এ অস্ত্রবিরতি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। আইডিএফের বিবৃতিতে আরো জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী বর্তমানে যেসব এলাকায় অভিযান চালাচ্ছে, সেখানে এ অস্ত্রবিরতি কার্যকর হবে না। হামাস যদি বেসামরিক ইসরায়েলিদের ওপর হামলা করে, তাহলে তার জবাব দেওয়া হবে। এর আগে, গাজা উপত্যকায় বিবদমান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির একাধিক উদ্যোগ ভেস্তে গেছে। যুদ্ধবিরতির জন্য নির্ধারিত সময়ের আগেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে হামাস ও ইসরায়েলি বাহিনী।  গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত এক হাজার ৭৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে নয় হাজারের বেশি মানুষ।

তথ্যসূত্র : সিএনএন ও রয়টার্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top