সকল মেনু

রোবট হবে আসবাবপত্র

 তথ্যপ্রযুক্তি প্রতিবেদক : চাইলেই চেয়ার হবে টেবিল আবার টেবিল হবে সোফা! আর এ কাজটি করবে রুমবটস নামক একটি রোবট। তবে এ ঘটনা কোনো সায়েন্স ফিকশন সিনেমাতে নয়, বরঞ্চ বাস্তবেই। রুমবটস নামক এই রোবটটির বিশেষত্ব হচ্ছে, এ রোবট স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের আসবাবপত্র বা ফার্ণিচারের আকার ধারণ করতে পারে।  সিএনএনের খবরে বলা হয়েছে, সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির রোবটিক ল্যাবের গবেষকেরা এমন এক ধরনের রোবট তৈরি করছে, যা বাসা বা অফিসে ব্যবহারকারীর চাওয়া অনুযায়ী একাই ভিন্ন আকৃতির আসবাবে রূপ নেবে। এক রুম থেকে অন্য রুমে যেতে পারবে। প্রয়োজন অনুযায়ী একাই আকৃতি ও কার্যকারিতা বদলে ফেলতে পারে বলে এটাকে বুদ্ধিমান আসবাব বলে দাবি করেছে রোবটিক ল্যাবের গবেষকেরা। ফার্ণিচার তৈরিতে ব্যবহৃত প্রতিটি রুমবট মূলত একটি ছোট কিউব বা ঘনক আকৃতির যাতে ব্যাটারি, মোটর ও ওয়্যারলেস সংযোগ থাকবে। গবেষকেরা জানিয়েছেন, বয়স্ক ব্যক্তিদের জন্য সহায়ক হবে এ ধরনের আসবাবপত্র। যাদের চলাফেরায় সমস্যা হয় এই রোবট নিজে থেকেই প্রয়োজনীয় আকৃতি ধারণ করে তাদের আসবাব হিসেবে কাজ করবে এবং বয়স্করা যখন ঘরের ভেতরে হাঁটবেন তখন নিজে থেকেই সরে যাবে আসবাবপত্রগুলো। তবে এটি কবে নাগাদ বাজারে আসবে, এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি প্রকল্পটির গবেষকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top