সকল মেনু

‘আমার মূল লক্ষ্য ইতিবাচক চিন্তা করার শক্তি তৈরি করা’- ফিল জেনসি

 ক্রীড়া প্রতিবেদক : রোববার সকালে মিরপুর জাতীয় স্টেডিয়ামে হাজির ক্রিকেটাররা। ব্যাট-বল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিলেও সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত একাডেমী ভবনেই কাটাতেই হয় তাদেরকে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের নির্দেশে মনোবিদের শরণাপন্ন ক্রিকেটাররা। মনোবিদ ড.ফিল জেনসি। টাইগারদের ক্লাস নিতে শনিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। রোববার অনুশীলনের পূর্বে তাই দুই ঘন্টা মনোবিদের সঙ্গে কাটান মুশফিক-মাশরাফিরা। টাইগারদের ক্লাস নিয়ে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হন অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা ফিল জেনসি। তিনি জানান, সাফল্যের চেয়ে ইতিবাচক চিন্তা করাই একজন ক্রিকেটারের আসল চ্যালেঞ্জ। ফিল জেনসির ভাষায়,`আমার মূল লক্ষ্য ইতিবাচক চিন্তা করার শক্তি তৈরি করা। তারা যেন সব ক্ষেত্রে এবং সব প্রতিযোগিতায় নিজেদের মানিয়ে নিতে পারে সেই প্রেরণা খুঁজে বের করা। তাদের মনের অবস্থা কিভাবে স্বাভাবিক রাখা যায়, মনকে শান্ত রেখে কিভাবে ভালো করা যায় সেদিক নিয়ে কাজ করা আমার একটি লক্ষ্য।’

পেশাদার মনোবিদের কাজ সম্পর্কে জেনসি আরো বলেন, ‘আমি একজন পেশাদার মনোবিদ। আর একজন পেশাদার মনোবিদের কাজ হলো মানুষের মনের অবস্থা পর্যবেক্ষণ না করা। আমি একজন খেলোয়াড়ের ভালো বা মন্দ অনুভব করতে পারি এবং তাকে সুনিশ্চিত করতে পারি সে আসলে কি করতে চায়। তাদের মনের অবস্থার উপর টিপস দিতে পারি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top