সকল মেনু

দেশ এগিয়ে যাবে: শেখ হাসিনা

 নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা : ফের  দেশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে বা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তা তিনি স্পষ্ট করে বলেননি। তবে বড় বড় জায়গা থেকেই এই ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র দেশের সফলতাকে মুছে দিতে পারবে না। দেশ এগিয়ে যাবে।’ রোববার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে  আয়োজিত কৃষক লীগের এক আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। জাতীয় শোকের মাস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কল্যাণে যেকোনো ত্যাগ স্বীকার করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রস্তুত। অনেক বড় বড় জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমরাও প্রস্তুত সব ষড়যন্ত্র রুখতে।’

তিনি বলেন, ‘অতীতেও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আঘাত এসেছে। তার পরও আমাদের দমাতে পারেনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাবে। দেশ স্বাধীন করতে গিয়ে যেসব শহিদ প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।’

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র চলছেই- উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মাইনাস টু ফর্মুলা দেখেছি। এ ছাড়াও অনেকবার সামনে থেকেই দেখেছি মৃত্যুকে। বারবার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার তো এখন আর হারাবার কিছু নেই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে, বঙ্গবন্ধু স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু দেশের জন্য আত্মত্যাগ করেছেন। বড় কিছু, মহান কিছু অর্জনের জন্য মহান ত্যাগের প্রয়োজন হয়। আমিও প্রস্তুত। দেশের জন্য, মানুষের কল্যাণে আত্মত্যাগ করতে কোনো দ্বিধা নেই।’

দেশের অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের  মানুষ আমাদের পাশে আছে বলেই আমরা দেশকে এগিয়ে নিতে পারছি।’

বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘বেইমান বেইমানই। মীর জাফর তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেনি। তেমনি বেইমান মোস্তাকের ক্ষমতাও ছিল মাত্র তিন মাস।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তার পায়ে গুলি লেগেছিল। বঙ্গবন্ধু জার্মানি পাঠিয়ে তার চিকিৎসা করিয়েছিলেন। অথচ জিয়ার নির্দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন এই শমসের মবিনই।’

বঙ্গবন্ধুর খুনিদের আবারও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে আলোচনা সভায় জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top