সকল মেনু

ধোনিকে সতর্ক করল আইসিসি

 ক্রীড়া ডেস্ক : ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সর্তক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির দেওয়া শাস্তির বিপরীতে কোনো বক্তব্য না দেওয়ার জন্য ধোনিকে আহ্বান জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সতীর্থ জাদেজার শাস্তি মেনে নিতে না পেরে আইসিসির কড়া সমালোচনা করেন ধোনি। এ জন্য সতর্ক করা হয় বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ককে। ট্রেন্টব্রিজে প্রথম টেস্ট চলাকালে জাদেজা ও অ্যান্ডরসনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একইসঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তারা।  এ নিয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন,‘ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথম টেস্টের ঘটনাটি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। ভারতীয় অধিনায়ক আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন, যা আইসিসির শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে। ভবিষ্যতে এসব বিষয় নিয়ে ধোনিকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’ এদিকে, শুধু জাজেদারই নয়, শাস্তি হতে পারে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনেরও। আগামী ১ আগস্ট সাউদাম্পটনে অ্যান্ডারসনের শুনানি অনুষ্ঠিত হবে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top