সকল মেনু

দীর্ঘ ৪৩ বছর পর কমলগঞ্জের ফাজিলপুর গ্রামে শুভ বিদ্যুতায়ন

 মৌলভীবাজার প্রতিনিধি: বাতির নিচ অন্ধকার ছিল। খোদ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের পাশেই অবস্থিত ফাজিলপুর গ্রাম। অবশেষে দীর্ঘ ৪৩ বছর অপেক্ষার পর বৃহষ্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রাম পল্লী বিদ্যুতায়নের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। ৯ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে ০.৬৬৬ কি:মি: বিদ্যুতায়িত লাইনের ষ্টেকিংভূক্ত ৪৮ জন গ্রাহকের মধ্যে ২৩ জন গ্রাহক বৃহষ্পতিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।  অবশিষ্ট ২৫ জন গ্রাহক শীঘ্রই সংযোগ পাবেন। কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমানের সভাপতিত্বে¡ ও মৌপবিস কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এস, এম হাসনাত হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী জুলফিকার হায়দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহেদুল আলম প্রমুখ। বাতির নিচে দীঘ ৪৩ বছর অন্ধকার থাকার পর অবশেষে বৃহষ্পতিবার বিকাল ৫টায় আলোকতি করা হয় ফাজিলপুর গ্রামটি। ঈদের আগে বিদ্যুৎ পেয়ে কমলগঞ্জ উপজেলা সদরস্থ পল্লী বিদ্যুত অফিসের পাশ্ববর্তী ফাজিলপুর গ্রামের লোকদের মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। এলাকার সকল দল মতের মানুষ খুশী। কারণ ঈদ সবাই আলোর মধ্যে করবনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top