সকল মেনু

সাংবাদিক আফতাব হত্যা মামলার অভিযোগ গঠন

 আদালত প্রতিবেদক:ফটো সাংবাদিক আফতাব আহমদ হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনকরে সাক্ষ্য গ্রহনের জন্য আগামী ১২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। মামলার আসামিরা হলেন- আফতাবের গাড়ি চালক হুমায়ুন কবির মোল্লা, বেলাল হোসেন কিসলু, সবুজ খান, রাজু মুন্সি, হাবিব হাওলাদার ও মো. রাসেল। আসামিদের মধ্যে রাসেল পলাতক। এরআগে ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে সাংবাদিক আফতাবকে তার রামপুরার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন সকালে আফতাবের লাশ উদ্ধার করে পুলিশ। চলতি বছরের ২৫ মার্চ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকা থেকে তার তোলা জেলে পরিবারের মেয়ে বাসন্তীর জাল পরে লজ্জা নিবারণের ছবি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ওই ছবি তৎকালীন সরকারের ভিত নাড়িয়ে দেয়। অবশ্য অনেক বিতর্কেরও জন্ম দেয় ওই ছবি। আফতাব আহমদ ২০০৬ সালে একুশে পদক লাভ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top