সকল মেনু

জাবির তিন ছাত্রীকে আজীবন বহিষ্কার

 জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে শারীরিক নির্যাতন (র‌্যাগ) করায় তিন ছাত্রীকে ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কৃতরা হলেন- সামি রেজওয়ানা, সাবরিনা আক্তার নিতু ও রাফিয়া। এরা সবাই মার্কেটিং বিভাগের ৪২তম ব্যাচের শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী। জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শেখ হাসিনা হলের ৪৩তম ব্যাচের নবীন ছাত্রী মমতাজ বেগম অন্তরাকে নিজ রুমে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করে একই বিভাগের ৪২ ব্যাচের সামি রেজওয়ানা, রাফিয়া ও নিতু।  অন্তরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে সিনিয়র আপুরা তাকে তাদের রুমে যেতে বলে। কিন্তু পরীক্ষা থাকার কারণে তিনি তাদের রুমে যেতে পারেননি। পরে শুক্রবার সকালে সিনিয়র আপুরা তাকে আবার তলব করে। এ সময় তাদের সঙ্গে দেখা করতে গেলে তারা অন্তরাকে তার সহপাঠিদের দিয়ে চড়-থাপ্পর মারে। পরে কান ধরিয়ে ওঠবস করায়। ২০০৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top