সকল মেনু

প্রধানমন্ত্রী দেশে ফিরলেন

 নিজস্ব প্রতিবেদক,২৪জুলাই : তিন দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্ল সামিটে অংশ নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে সোমবার তিনি লন্ডন যান। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন। গত মঙ্গলবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে অর্থনীতি, সামাজিক ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ‘ভূয়সী প্রশংসা’ করে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন তিনি। এরপর ওই দিন দুপুরে প্রথমবারের মতো আয়োজিত গার্ল সামিটে অংশ নেন শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশে বাল্যবিয়ের ক্রমহ্রাসমান চিত্র এবং বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতির কথা তুলে ধরেন। সন্ধ্যায় প্রবাসীদের আয়োজনে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।বুধবার লন্ডনে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা।

টানা দ্বিতীয় মেয়াদে সরকারের দায়িত্ব নেয়ার পর এটা ছিল যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top