সকল মেনু

শাহবাগে যানবাহন অবস্থান ও ফুটপাত দখল বন্ধে মামলা

  আদালত প্রতিবেদক: রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতাল ও শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের সামনে সকল ধরনের যানবাহন অবস্থান ও ফুটপাথ দখল বন্ধে জনস্বার্থে একটি মামলা করা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। এবিষয়ে মামলার বাদী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিকদের জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) বিকাশ কুমার সাহার আদালতে মামলাটি করা হয়েছে। শুনানী শেষে বিচারক মামলাটি গ্রহণ করেছেন, তবে এ বিষয়ে পূর্ণাঙ্গ কোনো আদেশ দেননি। মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন, বারডেম হাসপাতালের পরিচালক প্রশাসন, বাংলাদেশ সরকারের পক্ষে রমনা ট্রাফিক পুলিশের ডিসি, ডিএমপি পুলিশের রমনা জোনের ডিসি, রমনা ও শাহবাগ থানার ওসিক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাকে এ মামলার বিবাদী করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ২৫ ধারায় এ মামলাটি দায়ের করা হয়েছে। এরআগে গত ১৯ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘ট্রাফিক অব্যবস্থাপনা আর ফুটপাত দখল, শাহবাগে দুর্ভোগে রোগী’  এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এশিয়ার বৃহত্তম দুটি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেমের প্রধান ফটোকে মানুষ চলাচলের স্থানে দোকান বসে। ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। এছাড়া হাসপাতালের সামনে বিভিন্ন যানবাহনে যাত্রী ওঠা-নামা করায় এ এলাকায় যানজট সৃষ্টি হয়। ফলে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। তাই জনস্বার্থে তিনি মামলাটি দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top