সকল মেনু

২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন নয় – বাণিজ্যমন্ত্রী

 ভোলা প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা অবশ্যই দেশের মানুষ প্রতিহত করবে। এ সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন নয়, তবে সেই নির্বাচন নিয়ে আলোচনা-সংলাপ হতে পারে। তিনি বলেন, খালেদা জিয়া ঈদের পর যে অগণতান্ত্রিক আন্দোলনের ঘোষণা দিয়েছেন, সেই আন্দোলনের অস্ত্র ভোতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার ভোলা সদরের ধনিয়া, রাজাপুর, পশ্চিম ও পূর্ব ইলিশা ইউনিয়নের হত দরিদ্রদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। দেশের এখন অর্থনৈতিক অবস্থা অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এ সরকার দারিদ্র বিমোচন করে এদেশের মানুষের মধ্যে হাসি ফুটাবে। যে সরকার দেশের জন্য এতো ভালো কাজ করছে, সে সরকারের বিরুদ্ধে আন্দোলন তারা সফল হবেনা। তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়েও বিএনপি যে ব্যর্থ আন্দোলন করেছে তা সফল হয়নি, এবারও তাদের আন্দোলন ব্যর্থ হবে। তোফায়েল আহমেদ সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ১০ হাজার অসহায়, দুস্থ্য ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভাইন চেয়ারম্যান ইউনুস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top