সকল মেনু

কমলগঞ্জের শমশরেনগর-চাতলপুর সড়ক চোরাচালানিদের নিরাপদ রুট

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশরেনগর-চাতলাপুর সড়কটি ভারতীয় বিভিন্ন মদ, ফেন্সিডিল, হেরোইন, বিড়ি, শাড়ি সহ চোরাচালানীর ব্যস্ততম রুট। পুলিশ ও বিজিবি’র নাকের ডগার মধ্যদিয়ে প্রতিনিয়ত দিবারাত্রি এই রুটে মাদক সহ অন্যান্য ভারতীয় চোরাই পণ্য পাচার হচ্ছে। মাঝে মধ্যে পুলিশি ও বিজিবি ভারতীয় মদ, বিড়ি আটক করে দায়সারা দায়িত্ব পালন করছে বলে অভিযোগ উঠেছে।  স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে ৩৩ কি.মি. ও শমশেরনগর থেকে মাত্র ১৩ কি.মি. দূরে সীমান্তবর্তী ভারতের উত্তর ত্রিপুরা থেকে চাতলাপুর সড়ক দিয়ে মাদক সহ চোরাচালানীরা ব্যবসা পরিচালনা করছে। শমশরেনগর ও শরীফপুর এলাকার কতিপয় চিহ্নিত ব্যক্তিরা র্দীঘদিন ধরে নির্বিঘনে মাদক ও চোরাচালানী ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে স্থানীয় যুব সমাজের মধ্যে এর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। পুিলশ, বিজিবি লোক দেখানো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চোরাচালানী প্রতিরোধে নামকাওয়াস্তে দায়িত্ব পালন করে চলেছেন। শমশেরনগর বাজারের একজন ব্যবসায়ী ও একজন গাড়ি চালক জানান, প্রতিনিয়ত এই রুটে মাদক, হেরোইন, ফেন্সেডিলি, বিড়ি, শাড়ি পাচার হচ্ছে। রাতের বেলায় আরো বেশী পরিমাণে ভারতীয় মাদকের জমজমাট ব্যবসা চলে। এই রুট ব্যবহার করে কয়েকটি চিহিুত কার গাড়ী যোিগে নিয়মিত প্রায় প্রতি রাতেই  মাদক সহ বিভিন্ন চোরাই পণ্য সামগ্রী পাচার করে থাকে। এদিকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ও গোপন সংবাদে মঙ্গলবার দুপুরে শমশরেনগর ফাঁড়ির পুলিশ মৌলভীবাজার সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডে রফিক মিয়া (৬৫) নামের এক ব্যক্তির ব্যাগ তল্লাশী করে বড় সাইজের ৪ বোতল সিগনেচার, ছোট ৫ বোতল সিগনেচার, ১ বোতল ভটকা, ৫ বোতল ডাইরেক্টর স্পেশিয়াল সহ ১৫ বোতল ভারতীয় মাদক উদ্ধার করে। আটক ব্যক্তির বাড়ি কুলাউড়া উপজেলোর সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর বেরি বাঁধ এলাকায়। এছাড়াও গত ৯ জুলাই ওই রুট থেকে পুলিশ লক্ষাধিক ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি প্রাইভেটকার সহ একজনকে আটক করেছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান বলেন, ঈদকে সামনে রেখে ও মাদক ও চোরাচালান প্রতিরোধে চেক পয়েন্ট বসানোয় মাদক ব্যবসায়ীরা ধরন বদল করে বৃদ্ধ লোকদের দিয়ে এখন মাদক পাচার শুরু করেছে। মঙ্গলবার ধৃত মাদক পাচারকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়  শরীফপুরের সঞ্জবপুর বেরী বাঁধ এলাকার জনৈক মাদক ব্যবসায়ী তাকে দিয়ে এ ব্যাগটি মৌলভীবাজার পাচার করছিল। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে এ মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top