সকল মেনু

বন্ধ হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স টেলিভিশন

 ডেস্ক রিপোর্ট : বন্ধ হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স টেলিভিশন। টেলিভিশনের সব প্রোডাকশন ইউনিট বন্ধ করা পরিকল্পনার কথা জানিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি তথ্যপ্রযুক্তির তথ্যতম দিকপাল কোম্পানি মাইক্রোসফট ১৮ হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হচ্ছে এক্সবক্স টেলিভিশন। শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এক্সবক্সের প্রধান ফিলিপ স্পেনসার তার কর্মীদের এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, এক্সবক্স এন্টারটেইনমেন্ট স্টুডিও এ বছরের শেষ নাগাদ এক্সবক্স বন্ধ হয়ে যাবে। তবে স্টিফেন স্পিলবার্গের সামরিক কৌশলের ওপর নির্মিত স্কি-ফি ভিডিও গেম হালোর প্রদর্শন সিরিজ শেষ না পর্যন্ত চলবে। এ ছাড়া অন্য অনুষ্ঠান উৎপাদন ধীরে ধীরে  বন্ধ করে দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top