সকল মেনু

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিনকে প্রাননাশের হুমকি

 সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিনকে প্রাণনাশ ও সিরাজগঞ্জ প্রেসক্লাবে তালা ঝুলি দেয়ার হুমকি প্রদান প্রদান করা হয়েছে।  মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের এস,এস রোডস্থ দীনবন্ধু হোমিও হলের সামনে কথিত সাংবাদিক পরিচয়ধারী, সন্ত্রাসী ও চাদাবাজ শরিফ আহম্মেদ ইন্না এ ঘটনা ঘটায়। এ ঘটনার পর সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে ও দোষী ব্যক্তির শাস্তির দাবীতে সাংবাদিকরা তাৎক্ষনিক সভা করেছে এবং রাতেই সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।জানা যায়, শরিফ আহম্মেদ ইন্না সরকারী নিষেধাজ্ঞায় বাতিল হওয়া দৈনিক আমার দেশ পত্রিকায় সিরাজগঞ্জ প্রতিনিধি ছিল। উক্ত পত্রিকা সরকারীভাবে বন্ধ ঘোষনা করায় সম্প্রতি সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সভায় তার সদস্য পদ নিয়ে আপত্তি উত্থাপিত হয়। এ ঘটনার পর ইন্না প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সদস্যদের উপর ক্ষিপ্ত ছিল। এমন অবস্থায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পৌছলে শরিফ আহম্মেদ ইন্না আকস্মিক তার উপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ করতে থাকে এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দিয়ে তার সাথে মারমুখি আচরণ করে। এ ঘটনার সংবাদ পেয়ে সহকর্মী সাংবাদিকরা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। একপর্যায়ে ইন্না ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ ঘটনার খবর পেয়ে জেলা সদরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট্র মিডিয়ার অন্ততঃ ৫০জন সাংবাদিক সদর থানায় উপস্থিত হন এবং থানার গোলঘরে তাৎক্ষনিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top