সকল মেনু

জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরিঘাট

 ভোলা প্রতিনিধি: পূর্ণিমার প্রভাব ও বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে ভোলার নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে আজো ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরীঘাটসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার সবক’টি উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। এছাড়া দীর্ঘদিন ধরে ইলিশা-লক্ষ্মীপুর ফেরীঘাটের গ্যাংওয়ের রাস্তাটি সংস্কার না করায় জোয়ারে ওই রাস্তাসহ ফেরীর গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে করে কয়েক দিন যাবত জোয়ার-ভাটার উপর নির্ভর করে ফেরি চলাচল করতে দিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঈদে ঘরমুখো মানুষসহ বাস, ট্রাক, পন্যবাহি বিভিন্ন পরিবহন শ্রমিকরা। ২ ঘণ্টা সময়ের ফেরী গন্তব্যস্থলে পৌছতে ৪ ঘণ্টা লাগায় নির্ধারিত ট্রিপও বাতিল করতে হচ্ছে ফেরী কর্তৃপক্ষকে। ফলে শত শত বাস ট্রাক ঘাটে আটকা পড়ে আছে। শ্রমিক ও যাত্রীদের অভিযোগ, এ সমস্যার কথা বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top