সকল মেনু

চাঁদপুরের মেঘনা নদী থেকে ৯টি ড্রেজারসহ আটক ২৫

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ষাটনল এলাকার মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯টি ড্রেজারসহ ২৫জনকে আটক করেছে। আটককৃতরা গজারিয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকার লোকজন।সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম।মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামছুল হক বাবুল চৌধুরী জানান, মুন্সিগঞ্জের একদল লোক এসে অবৈধভাবে দীর্ঘদিন ধরে মেঘনা নদীর বালু কেটে নেয়ায় মতলব মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধটি হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসনকে অবহিত করলে প্রশাসন এই অভিযান চালায়। মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম জানান, অভিযোগের ভিভিত্তেই মেঘনা নদীর মোহনপুর ষাটনল এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। নদী রক্ষা আইন ২০১০ এর আওতায় এনে আটকৃতদের বিরুদ্ধে শাস্তির প্রস্তুতি নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top