সকল মেনু

মাদকে বাধাঁ দেয়ায় ব্যবসায়ী গুরুত্বর আহত

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর এলাকার চিহিৃত সন্ত্রাসী মাদক সেবীদের হামলায় ব্যবসায়ী রাজিব আহমদ দিনার (৩৩) গুরুত্বর আহত হয়েছেন। এ সময় তার ব্যবসা প্রতিষ্টানে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।১৪ জুলাই সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। রাজিব সদর উপজেলার নাদামপুর গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে। স্থানীয় এলাকাবাসী কয়েকজন জানান, রাজিব নাদামপুর বাজার এলাকার মেসার্স রাফি এন্টারপ্রাইজের মালিক। প্রতিদিনের মতো সে তার ব্যবসা পরিচালনা করে আসছিল।  দুপুরে আয়াছ ও শাহিনের নেতৃত্বে ৭/৮ জন মাদক সেবীরা তার ব্যবসা প্রতিষ্টানে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপাতে শুরু করে। এ সময় রাজিবকে বুকে দাড়ালো দায়ের আঘাতে গুরুত্বর আহত করে তার কাছে থাকা ২০ টাকা ও গলার স্বর্ণের চেইন নিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসলে তাকে তারা আহত করে পালিয়ে যায়। পরে ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। আহত রাজিব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, আহত হওয়ার সংবাদ পেয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top