সকল মেনু

ফরজ রোজা মুসলমাদের মুক্তির পথ

 ডাঃ জি এম  ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ মুসলমানদের সকল এবাদত নিজের জন্য, আর চন্দ্র বৎষরের মধ্যে মাহে রমজান এর রোজা আল্লাহর জন্য। বান্দা আজ্ঞাবহ গোলাম হিসেবে রোজা পালন করবে। আল্লার বান্দা যত্র এবাদত করতে তাহার পুরুষ্কার আল্লাহ পরিমান মত প্রদান করবেন। কখনও এই গুন হইতে  দশ গুন বর্ধিত কররে সর্বচ্ছো সত্তর গুন পর্যন্ত তনউর্দ্দো পর্যন্ত দিযে থাকেন। কিন্তু ফরজ রোজার জন্য কোন প্রকার ঘোষনা করে নাই। অনেক তফসির কাবক বলেন যে, আল্লাহর তালা সয়ং ইহার প্রতিদান। যাহার তুলনা দুনিয়া বা আখিরাতে হইতে পারে না। এ জন্য আখেরাতে রোজাদারদের জন্য রোজদারদের আলাদা রাইয়ান বেহেস্ত যাহা অন্যান্য বেহেস্ত হইতে উত্তোম। যাহা তুলনা বিহিন। এক দিকে কঠিন গম্ভির সাধনা আপরদিকে আল্লাহর অপার করুন এক দিকে মহা শক্তি আপর দিকে মধুর মুরতি। এই ভক্তি বুদ্ধ ভার ও গম্ভির রমজান। সুপ্ত ধ্যান ও মগ্ন এ বিশ্ব ছবি। মুসলমান এর জীবনে ও সাধনার প্রতি রুপ। ইহার মধ্যে “লায়লা তুল কদর” নাজাতের মহামুক্তির কল্যানের  পূর্ন আনন্দময় গৌরভ উজ্জোল পূর্ণ রজনী যাহার একটি মহুর্ত রোশি বছর চার মাসের এবাদতের সমান। আল্লাহ বলেন হে মুমিন গন দুনিয়ার সমস্ত আবজান পরিত্যাগ কর। তুমি শান্ত হও, পবিত্র হও, শুদ্ধ হও, আমার মসনদ উপরি আকাশ। আসরে আজিমের দিকে ফিরে তাকাও এই গৌরবময় উজ্জোল পবিত্র  নজনীতে, যাহা আমি লাহ মাজুজে রোজাদার বান্দা বান্দীদের জন্য গোপন করে রাখিয়াছি কুটি কুটি বছর ধরে উম্মতে  মোহাম্মদির জন্য। উহা রমজারেন শেষ দশকের যে কোন বেজোর রাতে বিতরণ করব। তুমি পাবে পাবে, তুমি ধন্য হবে, তুমি সার্থক হবে তোমার  আখিরাতের জীবনে মায়ের ঋণ শোধ হবে পিতা পূর্ব পুরুষগণকে কাছে পাবে সুখে শান্তিতে থাকিবে অনন্ত জীবন। তাই শেষ দশকের পাঁচটা বেজার রাত্রিতে ঈমানে আমলে কালো রত্রিতে দু’হাত তুলে ঝড় ঝড় করে দু’ ফোটা চোখের পানি ছাড়িয়া দিয়া দোয়া করুন হে আল্লাহ, এ অন্ধকার রজনী মানুষ দৈত্য  দানব পশু পাখি সব ঘুমিয়ে আছে। তুমি আল্লাহ ঘুমাও নাই, তুমি চির জাগ্রত, চিরজিবি, চির অমর অদ্বিতীয়,  আমি গোনাগার বান্দা আমাকে কবুল করে নাও এবং “ লায়লা তুল কদর” দান কর। আল্লাহ তালা আপনাকে আমাকে এই জীবন লাভ করার তৈৗফিক দান করুন আমিন। আলহাজ^ ফজলার রহমান, ভিতরবন্দ বাজার, নাগেশ্বরী, কুড়িগ্রমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top