সকল মেনু

দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

 এসএস মিঠু , জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী রক্ষী বাহিনীÑ বিএসএফ।আটককৃতদের ছাড়িয়ে নিতে বিএসএফের সাথে বিজিপির দুপুর ২টায় পতাকা বৈঠকের কথা থাকলেও ওই পতাকা বৈঠক হয় নি। জয়পুরহাটের ৩ব্যাটালিয়ান বডার গার্ড-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, রোববার ভোর ৪টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের উচনা-সোনাতলা গ্রামের ২৮০/৫ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় ভারত থেকে গরু আনার সময় দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই দুই গরু ব্যাবসায়ীরা হলো- একই উপজেলার উচনা গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে আলম হোসেন ও শ্রীমন্তপুর গ্রামের ভুদার উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম।  আটককৃতদের ফেরত চেয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ কে  পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে। বিএসএফ (রোববার)দুপুর ২টায় পার্শ্ববর্তী কড়িয়া সীমান্তে পতাকা বৈঠকে বসতে সম্মত হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তারা (বিএসএফ) পতাকা বৈঠকে যোগ দিতে আসে নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top