সকল মেনু

গাজায় ইসরায়েলি হামলার পাঁচ দিন, নিহত ১২১

 ডেস্ক রিপোর্ট : গাজায় টানা পাঁচ দিন হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে গাজার ১২১ জন মানুষ মারা গেছেন। এর মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। ৮ জুলাই থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। অন্যদিকে গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা- এমন দাবি করেছে তেল আবিব কর্তৃপক্ষ। এদিকে হামলা বন্ধে আন্তর্জাতিক চাপে কোনো কাজ হবে না বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার রাতভর হামলায় গাজার বেশ কয়েকজন মানুষ মারা গেছেন। এ ছাড়া মঙ্গলবার থেকে টানা হামলায় গাজায় আহত হয়েছেন ৯২০ জনের মতো মানুষ। ইসরায়েলের হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। মিশর ও তুরস্ক এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজার বিধ্বস্ত জনপদে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top