সকল মেনু

টেন্ডার ছিনতাই : জবি ছাত্রলীগ নেতার ক্ষমা প্রার্থনা

 জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শিক্ষকের মাথায় অস্ত্র ঠেকিয়ে টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম শিক্ষক সমিতির কাছে ক্ষমা চেয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রসায়ন বিভাগের শিক্ষক সৈয়দ আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে পাঁচ লাখ টাকার টেন্ডার ছিনতাই করেন জবি ছাত্রলীগের কয়েকজন নেতা। ওই শিক্ষকের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। এতে চার জনের বিরুদ্ধে শাস্তি চেয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এর পরিপ্রেক্ষিতে ৫ জুন সিন্ডিকেট সভায় ছাত্রলীগ নেতাদের শিক্ষক সমিতির কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার জবি ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির লিখিতভাবে শিক্ষক সমিতির কাছে ক্ষমা চেয়েছেন। এ ছাড়া এ ধরনের ঘটনা আর ঘটবেনা এই মর্মে জবি ভিসির কাছে লিখিত মুচলেকাও দিয়েছেন তারা। তবে বৃহস্পতিবার তারা ক্ষমা চাইলেও দুই দিন পরে আজ শনিবার ঘটনা প্রকাশিত হয়।

জবি ভিসি ড. মীজানুর রহমান বলেন, ‘সিন্ডিকেট সভায় তাদেরকে ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে শিক্ষক সমিতি যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাই কার্যকর হবে।’

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল বালা বলেন, ‘তাদেরকে ক্ষমা করা বা না করার ব্যাপারে ঈদের পর শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলাম মুচলেকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ছাত্রলীগের মাঝে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তা সুরুহা করার চেষ্টা করেছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top