সকল মেনু

ফরিদপুরে আ’লীগ-বিএনপি পৃথক সংঘর্ষে আহত ২৫

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শনিবার আ’লীগের দুই পক্ষ এবং সাতৈর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে আ’লীগ-বিএনপি সংঘর্ষে মোট ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে আটককৃত ৭জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমান আদালত।  থানা ও এলাকাবাসি সুত্রে জানা যায়, জয়পাশা গ্রামের সৈয়দ জঙ্গু ও সৈয়দ সেলিমের জমিজমার বিরোধকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা সৈয়দ আব্দুর রহমান বাশার ও ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মান্নান মাতুব্বরের লোকজন পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা চাঁন মিয়ার পক্ষের  লোকজনের বাড়িতে শনিবার ভোরে অতর্কিত হামলা চালায়। এ সময় কমপক্ষে ২৫টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এর জের ধরে চাঁন মিয়ার লোকজন বাশার মিয়ার লোকজনের বাড়িতে পাল্টা হামলা চালিয়ে ২০/২৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে।  এরপর উভয় পক্ষ লাঠি-সোটা, ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠি চার্জ ও শর্টগানের ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে আলী মোল্লা (৪৫), চুন্নু মিয়া (৪৫), বাবলু (১৯) আহত হয়। এছাড়া সংঘর্ষে আহত ষৈয়দ বাবুল, মারুফ হোসেন, ইলিয়াস মোল্লা, জুয়েল শেখ, সৈয়দ বদিউজ্জামানকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সৈয়দ মিরান আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে আটককৃত সৈয়দ হাবিবুর, ইউনুস মোল্লা, আনোয়ার ফকির, রবিউল ফকির, সৈয়দ সেলিম, মোশাররফ ফকির ও মো. ওহিদুজ্জামানকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।      অপরদিকে শুক্রবার রাতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সাতৈর ইউনিয়নের যুবদল নেতা লাল চানের নেতৃৃত্বে আ’লীগ নেতা আক্কাচ মোল্লার পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় মহিলাসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত জায়েদা বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আক্কাচের লোকজন লালচানের বাড়িতে পাল্টা হামলা চালায়। এ সময় ফরিদ হোসেন ও গিয়াস উদ্দিন আহত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top