সকল মেনু

নড়াইলের লোহাগড়া থানার এসআই মোহসিন হাওলাদারকে স্ট্যান্ড রিলিজ

 নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসিন হাওলাদারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, প্রশাসনিক বিভিন্ন কারণে এসআই মোহসিন হাওলাদারকে লোহাগড়া থানা থেকে নড়াগাতি থানায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তবে, সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।  এদিকে, লোহাগড়া থানাসহ পুলিশের মাঝে গুঞ্জন রয়েছে, লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তার ফল ব্যবসায়ী বাচ্চু মিয়াকে ফরমালিনের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে এসআই মোহসিন হাওলাদারকে স্ট্যান্ড রিলিজ করা হয়।   প্রসঙ্গত, আমে ফরমালিনের কথা বলে এসআই মোহসিন হাওলাদার গত ২৮ জুন (শনিবার) রাত ৯টার দিকে লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তার ফল ব্যবসায়ী বাচ্চু মিয়ার ফলের আড়তে হানা দেন। এ সময় ম্যাজিস্ট্রেট ছিলেন না। কেনো যন্ত্রপাতিও ছিল না। এক পর্যায়ে এসআই মোহসিন ৫০ হাজার টাকা দাবি করেন। পরে পাশের ফল ব্যবসায়ীদের সহযোগিতায় ওই পুলিশ কর্মকর্তাকে ১০ হাজার টাকা দেয়ার কথা জানিয়েছেন ভূক্তভোগী ফল ব্যবসায়ী বাচ্চু মিয়া। পাশের মিষ্টি দোকানী গৌউর রায়সহ অন্যরা জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ টাকা আদায় করে আসছেন। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। পরে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top