সকল মেনু

সরকারি ফরম অনলাইনে সংগ্রহ করা যাবে

 তথ্যপ্রযুক্তি প্রতিবেদক : সরকারী প্রয়োজনীয় ফরম সংগ্রহ করতে এখন আর লাইনে দাড়িয়ে থাকা বা দালালের কাছে নত হওয়ার প্রয়োজন পড়বে না। অনলাইনেই সংগ্রহ করা যাবে যাবতীয় সরকারি ফরম। এজন্য ৪৪০ প্রকারের সরকারি ফরম যুক্ত করে চালু করা হয়েছে http://www.forms.gov.bd নামক ওয়েবসাইট। এটি বাস্তবায়ন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই। বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ খালি ফরম ওয়েবসাইটি থেকে সহজেই প্রিন্ট করে নেয়া যাবে। ওয়েবসাইটটি ব্রাউজ করতে ব্যক্তিগত কোনো তথ্যাবলী প্রদান করতে হবে না। ফরম সংগ্রহের জন্য কোনো তথ্য দেয়ার দরকার হলে, ব্যবহারকারীদের তথ্য নিরাপদ থাকবে বলে ওয়েবসাইটিতে উল্লেখ রয়েছে। ফরম নামের এই ওয়েবসাইটে উল্লেখযোগ্য যেসব ফরম পাওয়া যাবে সেগুলো হচ্ছে: ইপিএস, অগ্রিম টিকেটের আবেদন ফরম, অগ্রিম টাকা উত্তোলনের জন্য আবেদন ফরম, অনাপত্তিপত্র, অনুদানের আবেদন ফরম, অনুমোদন ফরম, অভিযোগ ফরম, অরগানোগ্রাম, অর্জিত ছুটির ফরম, অ্যাকাউন্ট লেনদেন ফরম, অ্যালামনাই সদস্য নিবন্ধন ফরম, আইএসপি বিষয়শ্রেণীতে এবিসি ও সাইবার ক্যাফে আবেদন ফরম, আইপি টেলিফোনি ফরম, আইপিএলসি সংযোগ জন্য আবেদন ফরম, আমদানি উদ্ভিদ বা উদ্ভিদের পণ্য আমদানি পারমিটের জন্য আবেদন ফরম, আমদানী/রপ্তানী ফরম, আয়কর রিটার্ন, ইংরেজি মাধ্যমে প্রতিষ্ঠান নিবন্ধন আবেদন ফরম, এককালীন পেনশন আবেদনপত্র, একটি মাদ্রাসা নবীকরণের জন্য আবেদন ফরম, একটি মোটর গাড়ির মধ্যে পরিবর্তন করার বিষয়ে বিজ্ঞপ্তি (ফরম সিটিআই), একুশে পদক এর আবেদন ফরম, এনওসি ফরম, এনজিও নিবন্ধন নবায়ন করার জন্য আবেদনপত্র, এমআরপি আবেদন ফরম, ওয়ারিশ সনদের জন্য আবেদন, কম্পিউটার বিষয় খোলার জন্য আবেদন ফরম, কল সেন্টার সার্ভিস প্রোভাইডার আবেদনপত্র বিটিআরসি-সিসি১, কারখানার নিবন্ধন ফরম, কীটনাশক আমদানি করার লাইসেন্স (ফরম-১২), গাড়ির চাহিদাপত্র, গাড়ী রিকুইজিশন ফরম, জন্ম নিবন্ধন ফরম, জন্ম সনদ ফরম, জরিপ সংক্রান্ত ফরম, জীবন বৃত্তান্ত ফরম, টিআইএন ফরম, ট্যাক্স আবেদন ফরম, ট্যাক্স রিটার্ন ফরম, ট্রেড লাইসেন্স ফরম, পাসপোর্ট ফরম, পিডিএস ফরম, সাইবার ক্যাফে আবেদন ফরম, হজ্জ গমনের আবেদনপত্র, হোল্ডিং নাম হস্তান্তর ইত্যাদি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top