সকল মেনু

সাবেক সহকারী এ্যটর্নিজেনারেল মো. ফজলুল হক চৌধুরীর ইন্তেকাল

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: হাইকোর্টের সাবেক সহকারী এটর্নিজেনারেল অ্যাড. মো. ফজলুল হক চৌধুরী (৬৮) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের নিজ বাসভবনে মঙ্গলবার রাত সাড়ে ১০টায়  ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ জোহর ছোলনা মাদরাসা ময়দানে নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। ফজলুল হকের মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফরিদপুর জেলা আইনজীবি সমিতি বুধবার কর্মবিরতি পালন করে। এ ছাড়া সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করে তাৎক্ষণিক আর্থিক অনুদান দিয়েছে। মরহুমের মৃত্যুতে সংসদ সদস্য মো. আব্দুর রহমান, সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, সাবেক সাংসদ আলহাজ্জ¦ কাজী সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুসা মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ফরিদপুর জজ কোর্টের পিপি অ্যাড. খসরুজ্জামান দুলু, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি মো. আমিরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন অনুষদ বিভাগের সাধারণ সম্পাদক ও ফজলুল হক হলের সহসভাপতির (ভিপি) দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ জটিল রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্র জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top