সকল মেনু

মৌলভীবাজারে বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ

 মৌলভীবাজার প্রতিনিধি: অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জাতীয় মৎস্য সপ্তাহ২০১৪ হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক স্চ্ছোসেবী সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, মৎস্য াবমুক্ত করণ পুরস্কার বিতরন ইত্যাদি। মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন থেকে দুপুর ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে মৌলভীবাজার জেলা প্রশাসক অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। জেলা প্রশাসক ও অতিথিরা মৌলভীবাজার পৌরসভার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ২০১৪ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য আয়োজিত আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আ,ক,ম শফিক-উজ-জামান,বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান,পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, সমাজসেবক সৈযদ নওশের আলী খোকন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদ,মৎস্য খামারে সহকারী পরিচালক নুপেন্দ্র দাশ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top