সকল মেনু

ভালো খেলেও হারল আলজেরিয়া;কোয়ার্টার ফাইনালে জার্মানি

 ক্রীড়া ডেস্ক : ইতিহাস গড়ে দ্বিতীয় রাউন্ডে আসা আলজেরিয়া বিশ্বকাপ থেকে বীরের মতোই বিদায় নিল। অতিরিক্ত সময়ের খেলায় জার্মানির কাছে ২-১ গোলে হারলেও তারা জিতে নিয়েছে কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নিজেদের সেরা খেলাটা তারা জার্মানির বিপক্ষে খেলেছে। ঘাম ঝরিয়ে আলজেরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানি। প্রথমার্ধের খেলায় গোল পায়নি কোনো দলই। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের লড়াই। তবে আক্রমণের দিক দিয়ে জার্মানির চেয়ে এগিয়ে ছিল আলজেরিয়া। মুসলিম দেশ হওয়ায় আলজেরিয়ার অধিকাংশ খেলোয়াড় রোজা রেখেই মাঠে নামেন। কিন্তু রোজার কোনো প্রভাব তাদের ওপর পড়েনি। বরং রোজা রেখে তারা আরো ভালো খেলছে। দ্বিতীয়ার্ধে সমানে সমান লড়াই করে উভয় দল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউ। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের শুরুতেই মুলারের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন আন্দ্রে স্কুরেল। ১১৯ মিনিটে কয়েকবারের চেষ্টা শেষে গোল করে ২-০ ব্যবধানে জার্মানিকে এগিয়ে নেন মেসুত ওজিল। অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে আবদেলমোমিনি গোল করে ব্যবধান কমালেও সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top