সকল মেনু

চাঁদপুরে পুলিশের বিরুদ্ধে ১৫ লাখ টাকার মাছ লুটপাটের অভিযোগ

 শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর: চাঁদপুরে পুলিশের বিরুদ্ধে ১৫ লাখ টাকার মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৎস্য বনিক সমিতির নেতারা মৌখিক ভাবে উর্ধতন কর্তৃপক্ষকে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে চাঁদপুরের মৎস্য ব্যবসায়ী মহলে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, গত শনিবার ভোলা থেকে ঢাকাগামি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলিতে করে ৮ঝুঁড়ি (প্রায় ১ হাজার ৪শ কেজি) বিভিন্ন প্রজাতির মাছ (ইলিশ, পাঙ্গাশ ও পোয়া) ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই লঞ্চে জাটকা মাছ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) মনির আহম্মদ। তিনি কনেসটেবলদের সহায়তায় ওই লঞ্চ থেকে ৮ ঝুড়ি মাছ নৌকায় করে নামিয়ে রাখেন। সেখান থেকে কিছু মাছ বিক্রি, লুটপাট ও পরে মাত্র শতাধিক কেজি মাছ থানার সামনে এনে গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। লুটপাট হওয়া মাছের একাধিক মালিকের মধ্যে খোকন মোল্লা জানান, বরিশালের মেহেদীগঞ্জ থানার উলানিয়া লঞ্চ ঘাট থেকে প্রায় ১ হাজার ৪শ মন মাছ বিক্রির উদ্দেশ্যে লঞ্চযোগ ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। চাঁদপুর মেঘনা নদীর রঘুনাথপুর এলাকা থেকে মাছ নামিয়ে নিয়ে যায় পুলিশ। পুলিশ সোর্স ধেন্দা হারুণ ৪ লাখ টাকার বিনিময়ে মাছগুলো ছাড়িয়ে নেয়ার কথা বলে। এ প্রস্তাবে রাজি না হওয়ায় মাছ রুট হয়ে যায়।  চাঁদপুর মৎস্য বনিক সমিতির সভাপতি আলহাজ মিজানুর রহমান কালূ ভুঁইয়া জানান, আমি খবর পেয়ে বিষয়টি চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। কিন্তু তিনি অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেন নি। এ ব্যাপারে মৎস্য বনিক সমতির পক্ষ থেকে আরো উপরের মহলে অভিযোগ দেয়া হবে। এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার সিনিয়র উপ-পরিদর্শক মনির আহমেদ জানান, এসব কথা বার্তা ঠিক না। পুলিশ মাত্র ৪ ঝুড়ি মাছ জব্দ করেছে। রবিবার দিন সকালে মাছগুলো গরীবদের মাঝে বিরতন করা হয়। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে একটি মহল ধান্দাবাজি করতে চেয়েছিল। আমি তাদের প্রস্তাবে রাজি হয়নি  বিধায় তারা আমার বিরুদ্ধে বিভ্রন্তিমূলক কথাবার্তা বলছে।  চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, আমি বিষয়টি প্রাথমিক ভাবে জানলেও খুব ভালো ভাবে জানা হয়নি। ভালভাবে জেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top