সকল মেনু

মোদির বাংলাদেশ নিয়ে তিন টুইট

ডেস্ক রিপোর্ট : প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের বিজেপি সরকার যে যথেষ্ট আগ্রহী, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট তার সাক্ষী বহন করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের সময়ে মোদিও যে নয়া দিল্লিতে বসে চোখ রাখছিলেন তার প্রমাণ পাওয়া যায় ২৬ জুনের পর তার করা তিনটি টুইটে। এদিন মোদি তিনটি টুইট করেন। তা হচ্ছে-বাংলাদেশের সঙ্গে আন্তরিক সম্পর্ক, সুষমার ঢাকা সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠি নিয়ে। টুইটে মোদি বাংলাদেশের সঙ্গে তার দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে আগামীতে দক্ষিণ এশিয়ার এই দুইটি দেশের সম্পর্কের মেলবন্ধনের ব্যাপারে গভীর আশাবাদের কথা তুলে ধরেন। মোদি যখন দিল্লি বসে এসব টুইট করছিলেন, তখন তার মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য সুষমা স্বরাজ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে তিস্তা চুক্তি, স্থলসীমান্ত চুক্তি, ট্রানজিটের মতো অমীমাংসিত ইস্যু নিয়ে কূটনৈতিক আলোচনা করছিলেন। ছড়িয়ে দিচ্ছিলেন বন্ধুত্বের বার্তা। সুষমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের জন্য তাকে নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। মোদি তাতে লিখেছেন,‘পরস্পরের অগ্রাধিকার, প্রেক্ষাপট, উদ্বেগগুলো ভালোভাবে বুঝতে পারা এবং আগামী দিনে সম্পর্ককে আরো উঁচুতে নিয়ে যেতে আমাদের প্রায়ই দেখা হওয়া উচিত।আমাদের কাছে বাংলাদেশ নিছক এক প্রতিবেশী নয়, বরং একটি রাষ্ট্র যার সঙ্গে আমাদের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা অভিন্ন এবং জনগণের মধ্যে যোগসূত্র অনেক পুরনো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top