সকল মেনু

তিশমার কণ্ঠে ‘লা লা লা’র বাংলা সংস্করণ

 বিনোদন প্রতিবেদক :  বিশ্বকাপ উন্মাদনায় এবার যুক্ত হলো বাংলাদেশি পপ তারকা তিশমার কণ্ঠে শাকিরার গাওয়া গান ‘লা লা লা’-এর বাংলা সংস্করণ। অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে এ গানটির বাংলাদেশ সংস্করণ প্রকাশ করা হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে। নতুনভাবে গানটির সংগীতায়োজন করেছেন তিশমা নিজেই। ইংরেজি ভাষা থেকে ‘লা লা লা’ গানটি বাংলায় লিখেছেন জুয়েল মাজহার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। চিত্রগ্রহণ করেছেন নাঈম আহমেদ ও সানি। মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন তিশমা। গানটি তৈরির পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বাংলানিউজের বিনোদন বিভাগ। এ প্রসঙ্গে তিশমা বলেন, ‘বাংলাদেশের ফুটবলপ্রিয় মানুষের কথা ভেবে কাজটি করেছি। গানটির মিউজিক ভিডিওতে বাংলাদেশের ফুটবল উন্মাদনার বিষয়টি রাখা হয়েছে। আশা করছি, কাজটি সবার ভালো লাগবে। গানটি ব্রাজিল বিশ্বকাপ ফুটবল মহাযজ্ঞের প্রতি আমাদের সম্মান প্রদর্শন।’ এ প্রসঙ্গে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপের শুরু থেকেই শাকিরার গাওয়া ‘লা লা লা’ গানটি চারদিকে বাজতে শুনেছি। আমাদের মনে হয়েছে, গানটি যদি বাংলায় রূপান্তর করা যায় তাহলে বাঙালিদের কাছে এর প্রতি আকর্ষণ দ্বিগুণ বেড়ে যাবে। তিশমার সহযোগিতায় গানটি তৈরির কাজটা সম্পন্ন করতে পেরেছি। এজন্য তাকে ধন্যবাদ। মিউজিক ভিডিও নির্মাণে যারা কাজ করেছেন তাদেরও ধন্যবাদ।’

তিশমার গাওয়া ‘লা লা লা’ গানের লিংক :

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top