সকল মেনু

যে কারণে পেলের স্বস্তি

 ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ-বিরোধীদের বিক্ষোভে উত্তাল ছিল ব্রাজিল। দাঙ্গা-সহিংসতা ছিল দেশটির নিয়মিত সঙ্গী। বিশ্বকাপ-বিরোধীদের একটাই চাওয়া ছিল, বিশ্বকাপের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ না করে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা উচিত। যতই দিন গড়াচ্ছিল সহিংসতার মাত্রা ততই বেড়ে যাচ্ছিল। তবে বিশ্বকাপ শুরুর পর সকল সহিংসতা থেমে যায়। বিশ্বকাপের আনন্দে বিক্ষোভকারীরাও যোগ দেয়। আমুল এই পরিবর্তনকেই ‘ফুটবলের দেশ-ব্রাজিল’ হিসেবে উল্লেখ করেন দেশটির সর্বকালের সেরা ফরোয়ার্ড পেলে। দেশটির পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন কিংবদন্তি এই ফুটবলার। ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে পেলে বলেন, ‘খুব ভালো একটি টুর্নামেন্ট হচ্ছে। আপনি দেখছেন, এখানে কোনো সহিংসতা হয়নি। আমাদেরকে কোন সমস্যার মুখোমুখিও হতে হয়নি। বিশ্বকাপের প্রতিটি স্টেডিয়ামই কানায়-কানায় পূর্ণ হচ্ছে। এটাই ফুটবল। আর এটাই ব্রাজিল।’ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোকে নিয়ে ফুটবলের রাজা বলেন, ‘যে দলগুলো বিশ্বকাপ ছেড়ে চলে গেছে তারা অন্যান্য দলগুলোকে স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে ইংল্যান্ড, ইতালি ও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তবে বাকি দলগুলোও কিন্তু কোনো অংশে খারাপ নয়।’ এদিকে, সুয়ারেজের ‘কামড়-কান্ড’ ও ফিফার শাস্তি নিয়ে সম্মতি প্রকাশ করেন পেলে। ব্রাজিলের সর্বকালের সেরা এই ফুটবলার বলেন, ‘হ্যা, সুয়ারেজের ঘটনা এখন সকল আলোচনার উর্ধ্বে। তাকে ৯ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি, ফিফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শাস্তিটা এখনই দেয়া প্রয়োজন ছিল। জুনিয়র ফুটবলারদের জন্যে এটি একটি সতর্কবার্তা।’ পেলে আশা করছেন, ব্রাজিল ও চিলির মধ্যকার ম্যাচ দিয়ে সবার নজর আবার বিশ্বকাপে ফিরে আসবে। উল্লেখ্য, ব্রাজিলের হয়ে চারবার বিশ্বকাপে অংশ নিয়ে তিন বারই শিরোপার স্বাদ পেয়েছেন পেলে। ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালে বিশ্বকাপ খেলেন পেলে। শুধুমাত্র ১৯৯৬ বিশ্বকাপে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারেনি তার দল। বাকি তিন বার ব্রাজিলকে বিশ্বসেরার মুকুট পড়িয়েছেন ফুটবলের মহারাজা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top