সকল মেনু

অপি করিমের টানে সরগরম নাট্যশালা

 মনিষা মিতু : বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার সামনে উপচে পড়া ভিড়। মূল মঞ্চের সামনে যেতেই দেখা গেল টিকেট কাউন্টারের সামনে দীর্ঘ সারি। সেখানেই কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম ও তুষ্টির সঙ্গে। তারা জানালো, অপি করিমের মঞ্চ নাটক দেখতে এসেছি। একটু সামনে গিয়েই দেখা হলো আরণ্যকের নাট্যকর্মী অপু মেহেদী ও তরুণ গল্পকার এহসান মাহমুদের সঙ্গে। কথা প্রসঙ্গে অপু বললেন, অনেক দিন পর নাট্যশালায় এতো দর্শকের সমাগম। তবে এই দর্শকের এক তৃতীয়াংশই শামীম ও তুষ্টিদের মতোই অপি করিমের নাটক দেখতে এসেছেন।
এই যে সেলিব্রেটি নির্ভর থিয়েটার দর্শক এ প্রসঙ্গে অপু বলেন, থিয়েটারের পেশাদারিত্বের  প্রয়োজনে এ বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখা উচিত। অপি করিমের জন্য হলেও তো দর্শক আসছে। পেশাদার নাট্যচর্চা করতে হলে থিয়েটারের বাণিজ্যিকীকরণটা জরুরি। থিয়েটারকে ইন্ডাস্ট্রিতে রূপ দিতে না পারলে পেশাদারিত্ব সৃষ্টি হবে না। সেদিক থেকে অপি করিমের মতো সেলেব্রেটি অভিনয় শিল্পীদের মঞ্চে সম্পৃক্ততা অবশ্যই ইতিবাচক।

আড্ডার মাঝে ছেদ রেখা এঁকে দিলো মিলনায়তনে প্রবেশের ঘন্টা। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মূল মঞ্চে শুরু হলো নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন নাট্য প্রযোজনা ‘নাম গোত্রহীন’। কলকাতার প্রখ্যাত নাট্যজন উষা গাঙ্গুলীর নির্দেশনায় এ নাটকটিতে অভিনয় করেছেন সারা যাকের, পান্থ শাহরিয়ার, অপি করিম, শ্রিয়া সর্বজয়া, জামান’সহ আরো অনেকে। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন উপলক্ষে নাট্যশালায় উপস্থিত হয়েছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যজন আতাউর রহমান’সহ অনেকে।

সাদাত হাসান মান্টো’র গল্প অবলম্বনে চমৎকার দৃশ্যকাব্যে তুলে আনা হলো মানুষের যাপিত জীবনের গল্প। মঞ্চে যেন জীবন্ত হয়ে উঠলো সুলতানাদের জীবনের লড়াই। শিল্পের ছোঁয়ায় ঢাকার মঞ্চে মান্টোকে ভিন্নভাবে তুলে ধরলেন নির্দেশক উষা গাঙ্গুলী।

এ নাটকের মাধ্যমে দীর্ঘ দিন পর মঞ্চের নিয়মিত নাট্য অভিনয়ে ফিরলেন নন্দিত অভিনেত্রী সারা যাকের। প্রথমবারের মতো থিয়েটারের নাট্য প্রযোজনায় অভিনয় করলেন সারা যাকেরের মেয়ে শ্রিয়া সর্বজয়া। আর রক্তকরবী, অপেক্ষমান এর পর আবারো মঞ্চে নিয়মিত হলেন অভিনেত্রী অপি করিম। এমন নানা ঘটনার জন্ম হলো বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যাশালায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top