সকল মেনু

দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব- শেখ হাসিনা

 অাছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলা হবে। দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব। মুক্তিযুদ্ধের মাধ্যম অর্জিত বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’ শুক্রবার বিকেলে ঐহিতাসিক সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘৪১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলা হবে। তখন আর কারো কাছে হাত পেতে চলতে হবে।’ শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আওয়ামী লীগই স্বাধীন করেছে। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। যারা জন্ম দেয় তাদের মায়া-দরদ থাকে। আর যারা উড়ে এসে বসে তারা দেশকে ধ্বংস করে। ৮১ সালেও যাদের ভাঙ্গা সুটকেস ছিল। এখন তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। ১৫-১৬টি বাড়ি-গাড়ি, ব্যাংকের মালিক হয়েছে। এতে টাকা কোথায় থেকে এসেছে। সবই খুঁজে বের করা হবে।’ সুইচ ব্যাংকের টাকা কার কত, খালেদা জিয়ার কত আছে, আর কোথায় কি আছে তাতেও উনিও ধরা খেতে পারেন। আরো যত ব্যাংকে টাকা আছে আমরা ফিরিয়ে আনবো। এক ছেলের টাকা আনছি। বাকীগুলোও আনব।’  শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বমন্দা থাকা সত্ত্বেও অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রেখেছি। পদ্মা সেতুর কাজ শুরু করেছি। নিজেদের টাকায় করবো, কারো কাছে ধরণা দিবো না।’ সভায় শুরুর আগ থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলেও কিছু সময় থেকে সভাস্থল ত্যাগ করলে মঞ্চের সামনে লোকজনের উপস্থিতি ছিল কম। তবে মহানগর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ছবি দিয়ে বিভিন্ন পোস্টার, ব্যানার, বিলবোর্ড ছিলো চোখে পড়ার মতো। সভা শুরুর পর একে একে বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সেয়দ আশরাফুল ইসলাম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, পঙ্কজ দেবনাথ, শাহে আলম মুরাদ প্রমুখ। সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top