সকল মেনু

বেলাব থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 বেলাব(নরসিংদী) প্রতিনিধি: “পুলিশই জনতা জনতাই পুলিশ”, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেলাব থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মে সকাল ১০ টায় বেলাব থানা চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোখলেসুর রহমান। এসময় প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছ থেকে বেলাব থানার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর উন্মুক্ত আলোচনা শুনেন। আলোচকদের মধ্য থেকে বেরিয়ে আসে মাদক নির্মূল,  রমজান ঘিরে অপরাধীদের তৎপরতা, গুরুত্বপূর্ণ স্থান গুলোতে নিরাপত্তা জোরদার এবং কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধি করার আহ্বান জানান। আলোচনা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘অপরাধীরা যতই সংগঠিত হক তাদেরকে  কঠোর হাতে দমন করা হবে’। তিনি বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খানকে চোখ কান খোলা রেখে জনপ্রতিনিধি ও পুলিশিং সহযোগীতা নিয়ে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূইয়া (রিটন), আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, কমিউনিটি পুলিশের সভাপতি সালাহউদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান লায়েছ মিয়া ও সমাজ সেবক অহিদউল্লাহ ভূইয়া, মোঃ মনিরুজ্জামান জাহাঙ্গীর, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আবু তারেক আল হুসাইন ভূইয়া, সালাহ উদ্দিন খান, মোসলেহ উদ্দিন খান সেন্টু, আমলাব ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বেলাব ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সাফি , মতিউর রহামান মাষ্টার, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top