সকল মেনু

শাবিতে কবি আব্দুল গফ্ফারের স্মারক বক্তৃতা

 শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কবি আব্দুল গফ্ফার দত্ত চৌধুরীর স্মারক বক্তৃতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. ইসফাকুল হোসেনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগেকার সংস্কৃতি ছিল রাজনীতির ভিত্তি। পশ্চিম পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে এই সংস্কৃতি। তবে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার মধ্যে আমাদের এই বাঙালি সংস্কৃতিকে লালন করতে হবে। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক সভায় ‘বাঙালি সংস্কৃতির খোঁজে’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরীসহ আড়াই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top