সকল মেনু

স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের দাবীতে দাবীতে ভোলায় মানববন্ধন

 ভোলা প্রতিনিধি: ভোলাকে নদী ভাঙ্গনের কড়াল গ্রাস থেকে রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট, দ্বীপ উন্নয়ন সোসাইটি, পরিবার কল্যাণ সংস্থা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও পল্লী সেবা সংঘের আয়োজনে ২৫ জুন বুধবার সকালে শহরের কে-জাহান মার্কেটের সামনে এ কর্মসূচী পালিত হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলার নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ শাজাহান, সিপিপি সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধূরী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আইন সহায়তা কেন্দ্রের প্রধান অ্যাডভোকেট বিথি ইসলাম, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, ধনিয়া ইউপি সদস্য মাহাবুবুল আলম সানু, কোস্ট ট্রাস্ট টিম লিডার রাশিদা বেগম ও সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ।  মানববন্ধনে সাংবাদিক, মানবাধিকারকর্মী, নারী নেত্রী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং ভাঙ্গনকবলিত এলাকার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রতি বছরের মতো এবারো বর্ষা মৌসূমে ভোলায় নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে বসত ভিটাসহ বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাচ্ছে। ফলে ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে দেশের বৃহত্তম দ্বীপজেলা ভোলার মানচিত্র। তাই বক্তারা সরকারের কাছে দ্রুত নদী ভাঙ্গন রোধে কংক্রিটের ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top